সবার সংবাদ প্রতিবেদক:
স্বীকৃতিপ্রাপ্ত সকল চলমান নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তকরনের দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ।
এসময় সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসক সিফাত মেহেনাজের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্বারকলিপি জমা দেওয়া হয়। এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শিক্ষক নেতা বরকতুল ইসলাম, নুরুল ইসলাম, ইয়ারুল ইসলামসহ জেলার বিভিন্ন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় দীর্ঘদিন ধরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষা সেবা দিয়ে যাচ্ছেন তারা। এখন পর্যন্ত এমপিও ভুক্তি না করার কারণে বেতন থেকে বঞ্চিত হচ্ছেন এখানে কর্মরত শিক্ষক কর্মচারীবৃন্দ। বিনা বেতনে দীর্ঘদিন সেবা প্রদান করেও মানবেতর জীবন যাপন করছেন তারা। ইতিপূর্বে মানববন্ধন সংবাদ সম্মেলনসহ আমরণ কর্মসূচিতে আশ্বাস পেলেও বাস্তবায়ন হয়নি তাদের দাবি।
দ্রুত একযোগে এ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করনের দাবি জানান তারা। স্মারকলিপি প্রদানের পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।