মেহেরপুরে রোগাক্রান্ত গরুর মাংস জব্দ
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে রোগাক্রান্ত গরুর মাংস জব্দ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলা গোভীপুরে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি করার সময় তা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলা গোভীপুর গ্রাম থেকে রোগাক্রান্ত গরুর মাংস উদ্ধার করা হয়। এসময় জব্দকৃত মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

জানা গেছে, গোভিপুর গ্রামের হযরত আলীর ছেলে ফিরোজ আলী বুধবার রাতে তার রোগাক্রান্ত একটি গরু জবাই করে সকালে মাংস বিক্রির প্রস্তুতি গ্রহণ করে। পরে সকালের দিকে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালান। এবং বিপুল পরিমাণ গরুর মাংস উদ্ধার করেন। তবে মাংস বিক্রেতা ফিরোজ আলী ঘটনা টের পেয়ে পালিয়ে যায়। পরে মাংসগুলো উদ্ধার করে গোভীপুর মাঠে মাটি পুঁতে নষ্ট করা হয়।

মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, মেহেরপুর গোভিপুর গ্রামে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করছে এমন সংবাদ পেয়ে মোবাইল কোর্টের অভিযানে আমরা সেখান থেকে অসুস্থ গরুর মাংসগুলো উদ্ধার করি। তিনি আরো বলেন, মাংস বিক্রেতাকে আমরা এসে পাইনি। তিনি আগেই পালিয়েছেন। মাজহারুল ইসলাম বলেন, এই এলাকাবাসীর কাছে জানতে পেরেছি এই গরুটি অসুস্থ ছিল। এবং গভীর রাতে গরুটি জবাই করা হয়েছে। উদ্ধারকৃত মাংস গুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।