মেহেরপুরে পাটের গোডাউনে আগুন, ১৮ লক্ষ টাকার পাট পুড়ে ছাই
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে পাটের গোডাউনে আগুন, ১৮ লক্ষ টাকার পাট পুড়ে ছাই

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে তারিক নামের এক ব্যক্তির পাটের গুদামে আগুন দিয়ে ১ হাজার ৪০ মণ পাট প্রায় ১৮ লক্ষ টাকার সকল পাট পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মধ্য রাতে পরিকল্পিত ভাবে ঐ গুদামে আগুন দেয়া হয়েছে বলে দাবি করেন তারিক। ঘটনাস্থলে পাটের গুদামে অগ্নিসংযোগে ব্যবহার করা পাটখড়িতে জড়ানো কেরোসিন যুক্ত কাপড় পড়ে থাকতে দেখা গেছে। এ থেকে সকলের ধারণা এটি পরিকল্পিত একটি ঘটনা।

ভুক্তভূগী তারিক বলেন, গত ১৭ বছর যাবত আমি এই স্টকের ব্যবসা করি এবং আমার ব্যবসা শুরু এই গোডাউনে। দীর্ঘ এই সময়ে কিছু না হলেও এবারের নির্বাচনে আমি ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট করায়, নির্বাচন পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে আমার এমন ক্ষতি করা হয়েছে। আমি পুরো নিঃস্ব হয়ে গেছি।

এই ধরনের সহিংসতার কারণে আমি নিজেও বাড়িতে অবস্থান করতে পারিনা। এঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে জোরদার তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।