সবার সংবাদ প্রতিবেদক:
অসুস্থ গরু জবাই করে বিক্রি করার অপরাধে গরুর মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর মোড়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে গরুর মালিক আব্দুল আওয়ালের নিকট থেকে জরিমানা আদায় করা হয়।
জানা গেছে যাদবপুর গ্রামের সমীর উদ্দিনের ছেলে আব্দুল আওয়াল তার একটি অসুস্থ গরু বাড়িতে জবাই করে।জবাই করা গরুটি মেহেরপুর শহরের বোস পাড়ার আশরাফুল ছেলে টিটনের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। পরে মাংস বিক্রেতা টিটন ওই মাংস যাদবপুর মোড়ে বিক্রি শুরু করেন।
খবর পেয়ে মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনের (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমানের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালত বসানো হয়। এ সময় অসুস্থ গরু জবাই করে বিক্রি করার অপরাধে গরুর মালিকের নিকট থেকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৩ এর ২৩ ও ২৪ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।