সবার সংবাদ প্রতিবেদক:
প্রশাসন ক্যাডার অপসারণ করে নার্সিং কর্মকর্তাদের পদায়নের দাবিতে কর্মবিরতি পালন করছে মেহেরপুরের নার্সরা। এ উপলক্ষে মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতাল ভবনের নিচ তলায় অবস্থান করে জেলা ও উপজেলায় কর্মরত সকল নার্সবৃন্দ৷
নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে নার্সিং কর্মকর্তা পদায়েনের এক দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় প্রায় ঘন্টা খানেক অবস্থান করে স্লোগান দেয় নার্সরা। নার্সদের অধিকার সংরক্ষণের দাবি জানান সিনিয়র নার্সরা। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে এ কর্মবিরতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানাচ্ছে নার্সের নেতৃবৃন্দরা।
ডেপুটি নার্সিং সুপারেন্টেডেন্ট আজিরন নেছা, সিনিয়র স্টাফ নার্স কাঞ্চন মালা, রহিমা খাতুন, প্রশান্ত মন্ডল সহ হাসপাতালের নার্সরা কর্মবিরতিতে অংশ নেয়। বিক্ষোভে বক্তারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে।
উল্লেখ্য: গত ৯ আগস্ট থেকে এক দফা দাবিতে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করছে সরকারি নার্সরা।