মেহেরপুরে মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্দ্যোগে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৩৯টি সংগঠনের সভানেত্রীদের মাঝে ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদির মিয়া, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলা হাফিয়া, সদর থানার ওসি সাইফুল ইসলাম, গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, মেহেরপুর শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।