সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের দু’টি আসনে স্বচ্ছ ব্যালট বাক্স ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। শনিবার ( ৬ জানুয়ারি) দুপুরে জেলার তিন উপজেলা থেকে ২০৭ টি কেন্দ্রের নিজ নিজ প্রিজাইডিং অফিসাররা এসব মালামাল বুঝে নেন। সাথে ছিলেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনছার সদস্যরা। তবে স্বচ্ছ ব্যালট বাক্স বিতরণ করা হবে আগামীকাল ভোরে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসান জানিয়েছেন, মেহেরপুর-১ আসনের কেন্দ্রগুলো কাছকাছি হওয়ায় ভোর সাড়ে ৪ টা থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপার বিতরণ করা হবে। সকাল ৬ টার মধ্যে কেন্দ্রে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে।
অন্যদিকে মেহেরপুর-২ আসনের বেশ কিছু কেন্দ্র দুরবর্তী হওয়ায় তিন ইউনিয়নের মাঝামাঝি একটি স্থানে কেন্দ্র নির্ধারন করা হয়েছে। সেখানে ব্যালট পেপারগুলো প্রশাসনের হেফাজতে রাখা হবে। ভোর থেকে এসব ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করার লক্ষে পুলিশ, র্যাব, আনছার, বিজিবি ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী কাজ করছে। কোন সমস্যা দেখা দিলেই আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছে যাবে। আর অবস্থার খারাপ হলে রিটার্নিং কর্মকর্তার সহযোগীতায় সেনাবাহিনী মাঠে নামবে। পুলিশ সুপার এস এম নাজমুল হক জানান, সুষ্ঠু ভোটের পরিবেশের জন্য নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। যাতে ভোটাররা নির্বিঘেœ কেন্দ্রে গিয়ে তাদের ভোটটি প্রদান করতে পারেন।