মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীসহ আহত ২
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারীসহ আহত ২

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরে টেংগারমাঠ গ্রামে জমি জমা সংক্রান্ত্র বিরোধের জের ধরে এক নারী সহ দুজন আহত হয়েছে। আহতরা মেহেরপুর জেনারেল হাস পাতালে চিকিৎসাাধীন আছে। আহতরা হলেন মেহেরপুর টেংগার মাঠ গ্রামের  ইন্দাদুল হক ও তার স্ত্রী  হিরামন খাতুন। আহত ইন্দাদুল হকের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ইন্দাদুলের ছেলে আবুল কালাম আজাদ জানান, জমি জমাসংক্রান্ত পূর্বশত্রতার জের ধরে উজ্জল ও তার লোকজন গতকাল বৃহস্পতিবার রাতে আমাদের বাড়িতে দেশী অস্ত্র নিয়ে হামলা করে। এসময় ধারাল দায়ের আঘাতে আমার বাবা ইন্দাদুল মারাত্মক আবত হয়।। এসময় মা  হিরামন খাতুনকেও তারা বেধড়ক মারপিট করে।  এ বিষয়ে মেহেরপুর সদর থানাং  উজ্জল হকসহ চার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক  জানান আহত ইন্দাদুলের চেখের কাছে ও হাতে গভীর খত রয়েছে। তার অবস্থা আশংকা জনক। তবে স্ত্রী হিরামনের গায়ে আঘাতের চিহ্ন থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা স্বিকার করে বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।