সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরে জেলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
এসময় তিনি বলেন, আজকে মেহেরপুর সাফল্যের দিক থেকে সর্বোচ্চ সম্মানজনক একটি অবস্থানে। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি আমাদের সকলের আশা ভরসার প্রতীক তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আজকে মেহেরপুর সারা বাংলাদেশের মধ্যে একটি উন্নত জনপদ। আজকে মেহেরপুর একটি গুরুত্বপূর্ণ জেলায় পরিণত হয়েছে কারন বাংলাদেশের প্রথম রাজধানী জাতির পিতার নামে নাম এই মুজিবনগর খ্যাত মেহেরপুর যা বাংলাদেশের আর কোথাও নাই।
তিনি আরো বলেন,বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের পবিত্র জায়গা এই মেহেরপুর মুজিবনগর। আমার মনে হয়,এই সকল জনপ্রতিনিধিদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আজকেই প্রথম। আমি দ্বিতীয়বারের মতো জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছি, আমার মনে হয় আজকের এই দিনটি আমার এই জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনকালীন সময়ে সব থেকে গৌরবান্বিত ও উজ্জ্বলতম একটি দিন। রাজনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন, আজকের এই দিন।
আমরা দেখেছি আমাদের সংগঠনের অত্যন্ত দক্ষতা, যোগ্যতার মধ্যদিয়ে আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধি প্রধানমন্ত্রীর যারা আশীর্বাদ পুষ্ট, প্রধানমন্ত্রীর যারা মনোনীত তারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মেহেরপুর জেলাতে আওয়ামী লীগের বাইরে, বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কেউ জনগণের প্রতিনিধি হতে পারেন নি এটি মেহেরপুরের জন্য একটি স্পেশালিটি। আজকে আমাদের বিজয়ের দিন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে, সুখে থাকে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সার, তেল, খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে মানুষকে জীবন দিতে হয় না। তাই এদেশে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- আপনারা সরকারের সফলতার কথা উল্লেখ করে মানুষের কাছে যান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
এছাড়াও এসময় বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামিম আরা হীরা প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন,পি পি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম,গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস,জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যসদস্য ইমতিয়াজ হোসেন মিরন, আজিমুল বারী,শাহানা ইসলাম শান্তনা, মিজানুর রহমান। সাবেক মেয়র আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজাহান, আনারুল ইসলাম, সেলিম রেজা, মতিউর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।