সবার সংবাদ ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রবর্তিত সকল উপজেলা পুনরায় মুন্সেফ কোর্ট চালুর দাবিতে মেহেরপুর জেলা জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কাথুলি বাসস্ট্যান্ড সংলগ্ন জাতীয় পার্টি অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা জাতীয় পার্টি যুগ্ন আহবায়ক সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জাতীয় পার্টি আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোসলেম আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল রাজ্জাক । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওহাব আলী, নজরুল ইসলাম, বারেক আলী, লালচাঁদ আলী সহ বিভিন্ন নেতাকর্মীরা।
মেহেরপুর জেলা জাতীয় পার্টি আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোসলেম আলী বলেন আজকে এই দিনে ২৩ অক্টোবর আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ বাংলার বুকে উপজেলা প্রতিষ্ঠিত করেছিল। বাংলার মেহনতি মানুষের জন্য বাংলার আপমর জনসাধারণের জন্য। আমার নেতার সরকারের আমলে হানাহানি ছিলনা, মারামারি ছিলনা, হিংসা-বিদ্বেষ ছিলনা। আজকে ক্ষমতাসীনদের দাপটে মানুষ অস্থির। দেয়ালে মানুষের পিঠ ঠেকে গেছে। আজকে সেই আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগকে অনুপ্রবেশকারীরা গিলে খেয়ে ফেলেছে। তিনি আরো বলেন হুসেইন মুহম্মদ এরশাদের আমলে উপজেলাতে বিচারিক আদালত ছিল। যে সরকার আসুক আমাদের উপজেলা পদ্ধতি অবিলম্বে চালু করতে হবে। তাই যে সরকারি আসুক উপজেলা পদ্ধতি চালু করার জোর দাবি জানান তিনি।