মেহেরপুরে ইজিবাইক চোর সন্দেহে ২ যুবক আটক
অন্যান্য আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ইজিবাইক চোর সন্দেহে ২ যুবক আটক

সবার সংবাদ প্রতিবেদক:

ইজিবাইক চোর সন্দেহে সুমন আলী এবং নাজমুল মীর নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর বড় বাজারে তাদের দুজনকে আটক করা হয়। আটক সুমন ঝিনাইদার কাঞ্চননগর গ্রামের সমশের চৌধুরীর ছেলে এবং নাজমুল বড় খাজুরা গ্রামের ইউসুফ মীরের ছেলে।

জানা গেছে সকালের দিকে সুমন এবং নাজমুলকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে তহবাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের হাতে তুলে দেয়। পরে ওই দুজনকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক দুইজন ইজিবাই চোর গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।