মেহেরপুরে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে হেরোইনসহ নারী মাদক কারবারি আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর ১৮ গ্রাম হেরোইনসহ আরফিনা খাতুন নামের এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। সোমবার (৮ জুলাই) সকালে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর-হরিরামপুর সড়ক থেকে আরফিনাকে আটক করা হয়।

আটক আরফিনা খাতুন বাজিতপুর পূর্ব পাড়া গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার বাজিতপুর-হরিরামপুরসড়কের আরজতুল্লাহর বাঁশ বাগানের পাশের সড়ক থেকে আরফিনাকে আটক করে। এসময় তার নিকট থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।