মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক-২
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক-২

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের সীমান্তবর্তী শালিকা গ্রাম থেকে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে তাদেরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের ঘর থেকে ১৭০ বোতল ফেন্সিডিল ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকৃত দুই ভাই হলো ঐ গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে মকর আলী (২৮) শুকুর আলী (২৬)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামের কয়েকজন মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ফেন্সিডিল বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ঐ গ্রামে অভিযানে যায়।

এ সময় মৃত মুনছুর আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় মকর আলী বাড়িতে দু’টি প্লাস্টিকের বস্তা থকে ১২০ বোতল ও শুকুর আলীর একটি প্লাস্টিকের বস্তা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় ফেন্সিডিল বিক্রি করা নগদ ২০ হাজার টাকা। 

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপর মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান হাফি (৩৫)। তাদের নামে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।