সবার সংবাদ ডেস্ক:
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মানসম্মত উপায়ে কন্দাল ফসল উৎপাদন, বিপণন ও রপ্তানিকরণের উপরে মেহেরপুর একদিন ব্যাপি উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগষ্ট) দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন।
উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান,কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোখলেছুর রহমান প্রমুখ।
দিনব্যাপী এ প্রশিক্ষণে মিষ্টি আলু, মুখী কচু, পানি কচু, লতি কচু, কাসাভাসহ কন্দাল জাতীয় ফসল আবাদে কৃষকের নানা পরামর্শ প্রদাণ করা হয়।