সবার সংবাদ প্রতিবেদক:
হিউম্যান প্যাপিলোনা ভাইরাস ভ্যাকসিনেশন(এইসপিভি) ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালের দিকে মেহেরপুর বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক পর্যায়ে এইসপিভি ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম প্রাথমিক পর্যায়ে এইসপিভি ক্যাম্পেইন ২০২৪ এর উদ্বোধন করেন।
সিভিল সার্জন ডা. মহী উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম সিরাজুম মনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, ই পি আই সুপার রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।