সবার সংবাদ প্রতিবেদক:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিনের অপসারণ ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ ও প্রশাসক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ছাত্র জনতা।
রোববার (১৮ আগষ্ট) সকালে বুড়িপোতা ও বারাদি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যান শাহজামান ও মোমিনের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় উপস্থিত এলাকাবাসী জানান,স্বৈরাচারী হাসিনা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পাতানো নির্বাচন ও সাবেক জনপ্রশাসন মন্ত্রীর সহযোগিতায় রাতের ভোটে অবৈধভাবে শাহজামান ও মোমিন চেয়ারম্যান হন। এরপর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্য,টিসিবি'র কার্ড বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সে আওয়ামী লীগের পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিরোধী দলীয় ও এলাকার নিরীহ মানুষকে হয়রানি ও অত্যাচার করেছে নিয়মিত। মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে এলাকা ছাড়া করেছে। তাই এই চেয়ারম্যানদের আমরা আর দেখতে চাই না। আমরা এই অবৈধ চেয়ারম্যানদের অবাঞ্ছিত ঘোষণা করলাম।
অপরদিকে গত ৫ই আগস্ট পরবর্তী সময়ের পর মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের দীর্ঘ অনুপস্থিতির পর রবিবার সকালে চেয়ারম্যান তার কার্যালয়ে আসেন। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন ও ওয়ার্ডের কয়েকজন ইউপি সদস্য ইউনিয়ন চত্বরে জড়ো হয়ে চেয়ারম্যান মফিজুর রহমানকে বিতাড়িত করে পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ক্ষমতা দেখিয়ে ইউনিয়ন পরিষদকে ব্যক্তিগত কাজে ব্যবহার, স্বজনপ্রীতি, ইউপি সদস্যদের হেনস্তা করা ও মাদক সেবনের আশ্রয়স্থল বানানোর অভিযোগ এনে তাকে বিতাড়িত করা হয়।