মেহেরপুরে ছহিউদ্দিন ডিগ্রী কলেজে জাতির পিতার জন্মদিন পালিত
অন্যান্য মেহেরপুর

মেহেরপুরে ছহিউদ্দিন ডিগ্রী কলেজে জাতির পিতার জন্মদিন পালিত

সবার সংবাদ ডেস্ক:

“শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান-এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ছহিউদ্দিন ডিগ্রী কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন কলেজের অধ্যক্ষ একরামুল আযীম। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাসুদ রেজা, সহকারী অধ্যাপক আজাদ আলী, প্রভাষক ওয়াহিদুজ্জামান, প্রভাষক আব্দুল করিমসহ কলেজের শিক্ষক/কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

পুষ্পমাল্য অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।