মেহেরপুরে বড় ভাইয়ের মৃত্যুর আট ঘন্টা পর ছোট বোনের মৃত্যু
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে বড় ভাইয়ের মৃত্যুর আট ঘন্টা পর ছোট বোনের মৃত্যু

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান বড় ভাই আব্দুর রহমানের মৃত্যুর ৮ ঘন্টা পর ছোট বোন রিজিয়া খাতুন ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রিজিয়া খাতুন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজপাড়ায় তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। এর আগে ভোর ৫ টার দিকে রিজিয়া খাতুনের বড় ভাই মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান ইন্তেকাল করেন।  ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাই বোনের জানাযা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান,সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর জামায়েত ইসলামীর আমির সোহেল রানা ডলারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।