মেহেরপুরে বঙ্গবন্ধুর শান্তি পদকের ৫০ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুরে বঙ্গবন্ধুর শান্তি পদকের ৫০ বছর পূর্তি উপলক্ষে র‌্যালি

সবার সংবাদ ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর " জুলিও কুরি" শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ মে) সকালে একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয়ের থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম প্রমূখ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।