মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টপ নিউজ সারাদেশ মেহেরপুর

মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধিঃ

প্রাকৃতিক মহাদুর্যোগ “ত্রিসন” কে সামনে রেখে এবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ পালিত হয়েছে। "দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা" এই প্রতিপাদ্যে র‍্যালী ও আলোচনা সভা মধ্য দিয়ে মেহেরপুরে, গাংনীতে এবং মুজিবনগরে দিবসটি পালিত হয়। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭৪ মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, গাংনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। এর আগে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। অনুরূপভাবে মেহেরপুরে এবং মুজিবনগরে দিবসটি পালিত হয়েছে।