সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আজিজুল হক ভুটো নামের এক কৃষকের ৯ শতাধিক কলা গাছের কাঁধি কেটে তসরুপাত করেছে দূর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় কলার কাঁদি কেটে তসরুপাত করার ঘটনা ঘটে। এতে কৃষক ভুটোর প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।
কৃষক আজিজুল হক ভূটো জানান, নিজের কোনো জায়গা নেই। তাই কোমরপুর গ্রামের বকুল বিশ্বাসের কাছ থেকে জমি লিজ নিয়ে কলার আবাদ করেছেন তিনি। চাষ করতে গিয়ে ইতোমধ্যে অনেক ধার দেনা হয়েছে। আর কয়েকটা দিন পরই কলা বিক্রি শুরু হবে।
দুই বিঘা জমিতে প্রায় ৯ শতাধিক কলার গাছ রোপন করা হয়েছিল। প্রতিটি কলা গাছে কলার কাঁধি এসেছে। কলা মোটা হতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে রাতের আধারে দুর্বৃত্তরা ৯ শতাধিক কলার কাঁদি কেটে টুকরো টুকরো করে ফেলে রেখে গেছে। শনিবার সকালে কলার মাঠে গিয়ে এই দৃশ্য থেকে কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে কোমরপুর পুলিশ ক্যাম্পের আইসি ঘটনাস্থল পরিদর্শন করেন।