মেহেরপুরে ১৬ মামলায় পলাতক আসামী গ্রেপ্তার
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুরে ১৬ মামলায় পলাতক আসামী গ্রেপ্তার

সবার সংবাদ ডেস্ক:

প্রায় ৮ কোটি টাকা পাওনাদারদের পরিশোধে আদালতের নির্দেশ আরও ১০টি মামলার বিচারপ্রক্রিয়া এবং ৬টি মামলায় ১৫ বছর সশ্রম কারাদন্ডাদেশ মাথায় নিয়ে পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী আসাদ আলী সোহেল (৪০) অবশেষে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার রাতে গাংনী থানা পুলিশের একটি টীম যশোর চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করে বুধবার (১ মার্চ )আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠিয়েছে। আসাদ আলী সোহেল গাংনী বাজারপাড়ার আব্দুর রশিদের ছেলে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান-গ্রেপ্তারকৃত আসাদ আলী ওরফে সোহেলের বিরুদ্ধে মেহেরপুর আদালতে ১০টি মামলা বিচারাধীন ও ৬টি মামলায় ৫ বছর সশ্রম কারাদÐ ও  ৭ কোটি ৯৮ লাখ টাকা পরিশোধের আদেশ রয়েছে। প্রত্যেকটি মামলা অর্থ আত্মসাত মামলা। আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল। সে যশোর চাষাড়া এলাকাতে অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে মেহেরপুর পুলিশের এসআই হাফিজ উদ্দিন সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।