মেহেরপুর সীমান্তে পরিত্যাক্ত ফেন্সিডিল উদ্ধার
আইন-আদালত মেহেরপুর

মেহেরপুর সীমান্তে পরিত্যাক্ত ফেন্সিডিল উদ্ধার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ২৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭) বিজিবি’র একটি দল। রবিবার (১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে গাংনী উপজেলার শেওড়াতলা বিজয় মাঠপাড়া নামক এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসকল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ শেওড়াতলা  বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৪/৬-এস বিজয় মাঠপাড়া নামক এলাকায় হাবিলদার মোঃ বজলুর রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ১৪ হাজার টাকা।