মেহেরপুর জেলা জমায়াতের সাবেক আমীর ছমির উদ্দীন আর নেই
টপ নিউজ মেহেরপুর

মেহেরপুর জেলা জমায়াতের সাবেক আমীর ছমির উদ্দীন আর নেই

সবার সংবাদ প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার সাবেক আমীর আলহাজ্ব ছমির উদ্দিন (৭৮) ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুরের নিজ বাড়িতেই বার্ধ্যজনিত কারনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

পারিবারিক সূত্রে জানাগেছে, দীর্ঘদিন পর গত শনিবার তিনি আমেরিকা থেকে মেহেরপুরে আসেন। দেশে এসেই জামায়াতে ইসলামী বাংলাদেশ এর দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন তিনি। গত ২৮ অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জেলা জামায়াতের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। দাম্পত্য জীবনে তিনি ৫ ছেলে ৪ মেয়ের জনক ছিলেন। আজ সকালে নিজ বাড়িতেই শ্রমিক কল্যাণ কার্যনির্বাহী কমিটির সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সকলকে বিদায় দিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। হঠাৎ শরীরিক অবস্থা খারাপ হলে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

মরহুমের বড় ছেলে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম।  ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় পু‌লি‌শের ক্রসফায়ার নাট‌কে নিহত হন তিনি। 

ছ‌মির উদ্দী‌নের মৃত‌্যু‌তে জামায়াতে ইসলামী বাংলাদেশ মেহেরপুর জেলা শাখাসহ অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন।আলহাজ্ব ছমির উদ্দিনকে বলা হয় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর স্তম্ভ। জেল জুলুম ও নানা রকম নির্যাতন সহ্য করেও সুদীর্ঘ সময় থেকে তিনি জামায়াতের বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। আজ রাত সাড়ে ৮ টায় এরপর শহীদ শামসুজ্জোহা পার্কে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।