মেহেরপুর দু’জনের যাবজ্জীবন কারাদন্ড
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

মেহেরপুর দু’জনের যাবজ্জীবন কারাদন্ড

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে ফেনসিডিল রাখার অভিযোগে দু’ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে মেহেরপুর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন মেহেরপুর সদর উপজেলা বামনপাড়ার মোঃ মতি মল্লিকের ছেলে মোঃ মামুন মল্লিক ও একই উপজেলার টেংরামারি গ্রামের মৃত ইজাল ভিস্তির ছেলে মোঃ রবিউল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মেহেরপুর ডিবি পুলিশের  এসআই মোস্তফা শওকত জামান এর নেতৃত্বে মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকা থেকে সবজি বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৩০৬) তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করে। মামলায় ১৭ জন সাক্ষি তাদের সাক্ষ প্রদান করে। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিধন আইন বিধি (১৯)১ ধারায় তারা দোষী প্রমানিত হয়।

মামলায় আসামি পক্ষের কৌশুলি ছিলেন অ্যাড একরামুল হিরা। সরকরি পক্ষের কৌশুলি ছিলেন অ্যাড পল্লব ভট্টাচার্য।