কুষ্টিয়ায় যক্ষ্মা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
অন্যান্য সারাদেশ

কুষ্টিয়ায় যক্ষ্মা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত

সবার সংবাদ প্রতিবেদক:

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন কাউন্সিলর, শিক্ষক, ধর্মীয় নেতা, গ্রাম্য ডাক্তার,  স্বাস্থ্যসেবিকা, আরোগ্যলাভকারী যক্ষ্মারোগীদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৫ জুন) কুষ্টিয়ার মনোহরদিয়া ইউনিয়নের কন্দর্পদিয়া গ্রামে ব্র্যাকের প্রোগ্রাম অফিসার আব্দুল মান্নাফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কাবিল শেখ ও রেখা খাতুন, মনোহরদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খাতুন ও স্থানীয় মসজিদের ইমাম এনামুল হক। সভাটি সঞ্চালনা করেন ব্র্যাকের ফিল্ড অর্গানাইজার আরিফুল ইসলাম। 

বক্তারা কুষ্টিয়া জেলার যক্ষ্মা কার্যক্রম জোরদার করনের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষ করে পজেটিভ ও শিশু যক্ষ্মা রোগী চিহ্নিত করনের উপর সমাজের সকল পর্যায়ে প্রচার প্রচারনা বাড়ানোর  আহবান জানান। 

উল্লেখ্য, যক্ষ্মা একটি জীবাণুঘটিত সংক্রামক ব্যাধি। বায়ুবাহিত রোগ ও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। প্রধানত ফুসফুস আক্রান্ত হয়। এই রোগে আক্রান্ত হলে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা জরুরি। অন্যথায় রোগীর মৃত্যুও হতে পারে।