কৃষিমন্ত্রী এবং জনপ্রশাসন দুই মন্ত্রী এখন মেহেরপুরে
টপ নিউজ মেহেরপুর

কৃষিমন্ত্রী এবং জনপ্রশাসন দুই মন্ত্রী এখন মেহেরপুরে

সবার সংবাদ:

সরকারী সফরসূচী অনুযায়ী মেহেরপুরে এখন সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী অবস্থান করছেন। একজন হলেন সরকারের কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক এবং অপরজন হলেন সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন। মঙ্গলবার দুই মন্ত্রী মেহেরপুরে আগমন করেন। বুধবার দুই মন্ত্রী মেহেরপুর ত্যাগ করবেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন- আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে, সুখে থাকে। কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সার, তেল, খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে মানুষকে জীবন দিতে হয় না। তাই এদেশে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- আপনারা সরকারের সফলতার কথা উল্লেখ করে মানুষের কাছে যান।

সভায় মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ পরিষদের সকল সদস্য সহ জেলার সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যগণ উপস্থিত ছিলেন। সেখানে অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিক হিসাব উদ্দিন, মেহেরপুর-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে সন্ধ্যায় কৃষিমন্ত্রী সহ জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সম্মানে জেলা প্রশাসন মেহেরপুর সার্কিট হাউজে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। সেখানে কৃষিমন্ত্রী মেহেরপুরের শিল্পীদের সংগীত উপভোগ করবেন। বুধবার দুই মন্ত্রী সকাল সাড়ে ৮টায় মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ শেষে ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের আমগাছের পরিচর্চা কর্মসূচীর শুভসূচনা করবেন।

পরে দুইমন্ত্রী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কৃষি প্রযুক্তি ও কৃষিঋণ মেলা-২০২২ এর উদ্বোধন করবেন। শেষে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরেই আবহাওয়া পূর্বাভাসের মাধ্যমে কৃষির উন্নয়নের জন্য আধুনিক আবহাওয়া তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করবেন। কর্মসূচী শেষে মন্ত্রীদ্বয় ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করবেন।