কৃষিকে লাভজনক করতে মধ্যপ্রাচ্য খাদ্যপণ্যের বাজার সৃষ্টি করেছে সরকার
টপ নিউজ মেহেরপুর

কৃষিকে লাভজনক করতে মধ্যপ্রাচ্য খাদ্যপণ্যের বাজার সৃষ্টি করেছে সরকার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ ও তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন-উৎপাদন বেশি হলে পণ্যের চাহিদা কমবে। আবার উৎপাদন কম হলে পণ্যের দাম বাড়বে। তাই পণ্যের চাহিদা ও মূল্য বজায় রাখতে পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে।

বর্তমান সরকার সেই লক্ষ্যে বাংলাদেশের খাদ্যপণ্যের বাজার সৃষ্টিতে মধ্যপ্রচ্যে বড় ধরণের রপ্তানী বাজার তৈরী করেছে। যা কৃষকদের জন্য স্বস্থির। তিনি বলেন- কৃষকরা খাদ্যশষ্য উৎপাদন করে যেন লোকসানের মুখে না পড়ে এবং খাদ্যশষ্য যেন পচে নষ্ট না হয় সেই লক্ষ্যে খাদ্যশষ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও সংরক্ষণাগার নির্মাণ করা হবে।

শনিবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঐতিহাসিক মুজিবনগর আম্রকানন প্রাঙ্গণে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক সমাবেশ ও কৃষি মেলার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নত্তোরে একথা বলেন।

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ হামিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন।

অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এই কৃষি মেলায় জেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও জেলা কৃষি বিভাগের ১৪টি কৃষি স্টল রয়েছে।