সবার সংবাদ ডেস্ক:
সুইডেনে পবিত্র কোরআন শরীফ অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর জেলা ইমাম সমিতি। রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার জামে মসজিদে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ রোকনুজ্জামান।
এসময় তিনি বলেন পবিত্র কোরআন শরীফ যারা অবমাননা করেছেন বিশ্বের মোড়লরা দ্রæত তাদের বিচারের আওতায় না আনলে, তাদের সর্বোচ্চ শাস্তি না দিলে আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যেতে বাধ্য হব। তিনি আরো বলেন, পবিত্র কোরআন কে অবমাননা করা মানে বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এই সময় সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সিরাজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইমাম সমিতির প্রচার সম্পাদক আব্দুল ওয়াহাব,পৌর ইমাম সমিতির সাংগঠনিক শাহজাহান দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।