খোলা সেমাই বনফুল নামে প্যাকেটজাত, মেহেরপুরে এক কারখানাকে জরিমানা
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

খোলা সেমাই বনফুল নামে প্যাকেটজাত, মেহেরপুরে এক কারখানাকে জরিমানা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে নকল প্যাকেটজাত করার অপরাধে মা এন্টার প্রাইজ কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটি খোলা বাজার থেকে খোলা সেমাই কিনে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বনফুল নামে প্যকেটজাত করে বাজারে বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সদর উপজেলার গোভিপুর গ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃত সেমাই মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে গোভিপুর গ্রামে মা এন্টার প্রাইজ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান সেমাই বনফুল কোম্পানীর প্যাকেটজাত করা অবস্থায় পাওয়া যায়। বনফুল প্যাকেটজাত করার বৈধ কাগজপত্র ও বিএসটিআই কোন অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানের মালিক মাসুম পারভেজ কে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা সহ সেমাইগুলো জব্দ করা হয়। পরে বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় সেমাই গুলো বিতরন করা হয়।  

এসময় মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ সহ জেলা পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন। জানা যায়, এর আগেও নকল পণ্য তৈরির অভিযোগে তিনবার ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা সহ কারখানাটি সিলগালা করে দেয়। পরবর্তীতে আবারো প্রতিষ্ঠানের মালিক মাসুম পারভেজ নকল সেমাই সহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্যাকেটজাত করে বাজারে বিক্রি শুরু করেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।