সবার সংবাদ ডেস্কঃ
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ভোটকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো পোলিং এজেন্ট কিংবা নির্বাচনী এজেন্ট ভোটকক্ষে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সেইসাথে কোনো ভোটারও ভোটকক্ষে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন নিয়ে কেউ ঢুকলো কিনা সেটা পোলিং এজেন্ট ও প্রিজাইডিং অফিসার নিশ্চিত করবেন। এর ব্যত্যয় ঘটলে ব্যবস্থা নেবে সেখানে উপস্থিত প্রশাসন।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা এনআইডি নিয়ে মাথা ঘামাবো না, আমাদের কাজ হচ্ছে নির্বাচন করা। নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) নিয়ে গেলে আমরা কী করবো? আর এ বিষয়ে আইন তো এখনো হয় নাই। নীতিগত অনুমোদন হয়েছে। এনআইডি চলে গেলে তো আমাদের ব্যাপার নয়।
এদিন সিইসি আরও বলেন, আমাদের কাছে স্বচ্ছ ভোটার তালিকা থাকবে। আমরা ভোটার তালিকা দিয়ে নির্বাচন করবো। এনআইডি নিয়ে আমরা মাথা ঘামাবো না। এনআইডি আমাদের বিষয় নয়। এনআইডি এখানে থাকুক, সরকারের কাছে যাক, সেটা হচ্ছে ওদের ওয়ার্ক। আমাদের নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেজন্য ভোটার তালিকা শুদ্ধ আছে কিনা, যদি ইভিএমে ভোট হয় আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে পারবে কি-না, এগুলো আমাদের বিষয়।