সবার সংবাদ ডেস্ক:
"বয়স পুষ্ঠি বুঝে খেলে, সুখ স্বাস্থ্য দুই- ই মেলে" এই স্লোগানে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা ২০২০ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, স্মার্ট জাতি গঠনের জন্য খাদ্য নির্দেশিকা ২০২০ বাস্তবায়ন করতে হবে। আমরা প্রতিনিয়ত যে সমস্ত খাবার খাচ্ছি সেগুলো আমাদের কিডনি সহ শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা ভেবে খাচ্ছি না। ফলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে চিকিৎসার জন্য। বিশুদ্ধ খাবারের সাথে ঈমান আমলের সম্পর্ক রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি শহিদুল আলম, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরীধারণ ইউনিটের সহযোগী গবেষণা পরিচালক ফারুক আল বান্না। সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুনের সঞ্চালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ নাজমুল হক, সিভিল সার্জন ডাঃ মহী উদ্দিন আহমেদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। প্রশিক্ষনে মেহেরপুরের বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।