সবার সংবাদ ডেস্ক:
হকার ব্যবসায়ীদের দখলে মেহেরপুর, গাংনীর সমস্ত ফুটপাত, শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকি নিয়ে সড়কে চলাচল, বাড়ছে দুর্ঘটনা শিরোনামে গত ১৫ ফেব্রæয়ারি দৈনিক এই আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদ আমলে নিয়ে স্বপ্রোনোদিত মামলা করেছে আদালত। বৃহস্পতিবার গাংনী আমলী আদালতের বিচারক প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এস এম শরীয়ত উল্লাহ স্ব-প্রনোদিত এ মামলা দায়ের করেন। যার মিস কেস নং ০৩/২০২৩ (গাংনী)।
আদালত আদেশে উল্লেখ করেছেন, সংবাদ দৃষ্টে ফুটপাত দখল করে সেখানে বিভিন্ন দোকানপাট স্থাপন করা হয়েছে, উক্ত ফুটপাতের ব্যবসায়ীদের কাছ থেকে একটি চক্র প্রতিদিন চাঁদা আদায় করছে, ফুটপাত দখলের কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এবং দুর্ঘটনা ঘটছে। যা The Local Government and Local Authority Lands and Buildings ( Recovery of Possession) Ordinance, ১৯৭০ এর ধারা ৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ যার জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদন্ড এবং জরিমানার বিধান রয়েছে। এছাড়া জনসাধারণের চলাচলের পথে বাধা সৃষ্টি এবং ফুটপাত সংকুচিত হয়ে যাওয়ায় যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে যার দ্বার সাধারণ মানুষের জীবন ও সম্পদের ব্যপক ক্ষতি হওয়ার সম্ভবনা আছে দন্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এবিষয়ে এখনও কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি মর্মে আদালতের গোচরীভূত হয়েছে।
এমতাবস্থায় গাংনী শহরের পৌরসভার অন্তর্ভূক্ত সমস্থ ফুটপাত থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদপূর্বক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী পৌরসভার মেয়রকে নির্দেশনা প্রদান করা হলো। উচ্ছেদ কাজে প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্বাহী প্রকৌশলী সওজ, সড়ক বিভাগ মেহেরপুর ও অফিসার ইনচার্জ গাংনী থানাসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো। এবং সার্বিক বিবেচনায় জনস্বার্থে The Coad of Criminal Procedure, ১৮৯৮ এর ধারা ১৯০(১)(গ) অনুযায়ী পত্রিকায় প্রকাশিত উপর্যুক্ত সংবাদটি বিবেচনায় নিয়ে অফিসার ইনচার্জ গাংনী থানা (সয়ং) কে উল্লেখিত বিষয়ে অনুসন্ধানের নির্দেশ প্রদান করা হলো। অনুসন্ধানকারী কর্মকর্তা আগামী ১৬/০৩/২৩ তারিখের মধ্যে গাংনী পৌরসভা কর্তৃক গৃহীত পদক্ষেপ, অনুসন্ধান প্রতিবেদন এবং দখলকৃত ফুটপাত হতে অবৈধ স্থাপনা ও মালামাল অপসারণে ব্যর্থ ব্যক্তিদের নাম, ঠিকানাসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ১৫ ফেব্রæয়ারি দৈনিক এই আমার দেশ পত্রিকায় হকার ব্যবসায়ীদের দখলে মেহেরপুর, গাংনীর সমস্ত ফুটপাত, শিক্ষার্থী ও পথচারীদের ঝুঁকি নিয়ে সড়কে চলাচল, বাড়ছে দুর্ঘটনা শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়- মেহেরপুর পৌর শহর এলাকা এবং গাংনী শহরের সমস্ত ফুটপাত এখন ব্যবসায়ী হকারদের দখলে চলে গেছে। পৌর কর্তৃপক্ষের নেই কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা। অথচ-কোটি কোটি টাকা ব্যয় করে নাগরিক সুবিধা বৃদ্ধিতে পথচারীদের নিরাপদ সড়ক চলাচলের জন্য নির্মিত হয়েছে এই সমস্ত ফুটপাত। কিন্তু সেই ফুটপাত দখলে চলে যাওয়ায় পথচারী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সড়কে যানবহনের সাথে তাল মিলিয়ে চলাচল করতে বাধ্য আজ। একে সড়ক ব্যবস্থা যেমন ভেঙ্গে পড়েছে, তেমনি দুর্ঘটনা ঝুঁকি দিনদিন বেড়েই চলেছে। অভিযোগ রয়েছে-পৌরসভার কতিপয় কাউন্সিলর এবং প্রভাবশালীরা অর্থের বিনিময়ে এই সমস্ত হকার ও ব্যবসায়ীদের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার সুযোগ করে দিয়েছে।