সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে ৬.৪৫ একর আয়তন নিয়ে অবস্থিত পৌর গড়পুকুর। এক সময় মেহেরপুরবাসির অবসর সময় কাটানোর অন্যতম স্থান ছিল এটি। কালের বিবর্তনে গড়পুকুরের জায়গা দখল হয়ে তৈরি হয়েছিলো বাণিজ্যিক স্থান। মেহেরপুরবাসির দীর্ঘদিনের দাবী প্রেক্ষিতে গড় দখলমুক্ত করে ঐতিহাসিক গড়পুকুরের ঐতিহ্য ফিরিয়ে আনতে শুরু হয়েছে গড়পুকুরের সৌন্দর্য বর্ধনের কাজ।
এলজিইডির তত্ত্বাবধানে তৃতীয় শহর উন্নয়ন ইউজিআইআইপি-৩ প্রকল্পের অধীনে গড়পুকুর উন্নয়ন কাজের প্রাক্কলিত বাজেট ১৩ কোটি ২৫ লক্ষ টাকা হলেও ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তি মূল্য ১১ কোটি ৬৫ লক্ষ ৬১ হাজার ৭২৮ টাকা ২৮ পয়সা।
সংস্কারের মধ্যে আছে গড়পুকুরের চারিদিকে রিটানিং ওয়াল, বিনোদন প্রেমিদের জন্য হাটার রাস্তা, ৩টি কফি হাউজ, ভাসমান মঞ্চ, শিশুদের খেলার জায়গা, ওভারব্রীজ, সীমানা প্রাচীর, গণশৌচাগার, বিশ্রামাগার সহ পাহারাদারদের জন্য আলাদা ঘর। সংস্কারের পর বিনোদন কেন্দ্র হিসেবে এটা ঢাকার হাতিরঝিল অপেক্ষা মেহেরপুরের গড়পুকুর বেশি আকর্ষণীয় হবে বলে নক্সা ডিজাইন পরিকল্পনায় আছে।
মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, 'মেহেরপুরের অতি পরিচিত একটি নাম গড়পুকুর। দিনের শেষে কর্মব্যস্ত মানুষ একটু বিনোদনের জন্য এই গড়পুকুর পাড়ে সময় কাটাতে আসে। বিগত সময়ে অসৎ উদ্দেশ্যে গড় পুকুরের সৌন্দর্য নষ্ট করা হয়েছিলো। আমার নির্বাচনী ইশতেহারের অংশ ছিল পৌরবাসীর বিনোদনের জন্য গড় পুকুর খনন ও সৌন্দর্য বর্ধন করা। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছি। গতকাল পানির উপর মঞ্চের প্রথম পিলারটি বসানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাস নাগাদ গড়পুকুরের সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হবে।
তবে, এলাকাবাসীর অভিযোগ এত বিপুল অর্থ ব্যয়ে এই নির্মাণ কাজের গুণগতমান সন্তুষ্টজনক নয়। নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এখানে। আবার সঠিক পরিমাপের চাইতে কম পরিমাপে কাজ করে দুর্নীতির আশ্রয় নিচ্ছে ঠিকাদার। এই উন্নয়ন কাজটি দুনীতিমুক্ত করতে প্রকল্প তদারকি আরও কঠোর করার দাবী জানান এলাকাবাসী।
গড়পুকুর পাড়ের বাসিন্দা মিজানুর রহমান বলেন, গড়পুকুর খনন ও সৌন্দর্য বর্ধনের কাজের কারণে আমরা দীর্ঘদিন আধুনিক সেবা থেকে বঞ্চিত ছিলাম। আমরা এখনো মাটির রাস্তাদিয়ে চলাফেরা করি। দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম গড়পুকুর খনন ও সৌন্দর্য বর্ধনের কাজ হলে আমারা আমাদের চলাচলের রাস্তা ও ড্রেনেজ সুবিধা সহ ছেলেমেয়েদের খেলার জায়গা ফিরে পাবে।