গ্রীন লাইফ মেহেরপুর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
খেলাধুলা মেহেরপুর ক্রিকেট

গ্রীন লাইফ মেহেরপুর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরে  গ্রীন লাইফ মেহেরপুর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর এমকেএসপি’র উদ্যোগে বুধবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীন লাইফ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন গ্রীন লাইফ মেহেরপুর ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় সেখানে বক্তব্য রাখেন গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টার এন্ড নার্সিং হোমের স্বত্বাধিকার আবু আক্তার, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মল্লিক ইলেভেন স্টার ও রফিক রোকারিজ এন্ড ফার্নিচার গ্যালারী। উদ্বোধনী খেলায় মল্লিক ইলেভেন একাদশ জয় লাভ করে। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।