গাংনীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু
টপ নিউজ মেহেরপুর

গাংনীতে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীর করমদি গ্রামে বিষধর সাপের কামড়ে আবু জিহাদ আকাশ (২০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপে কামড়ে দেয়। রাতেই স্বজনরা ওঝা, কবিরাজ দিয়ে চিকিৎসা করে কোন সুফল না পাওয়ায় শনিবার সকালে গুরুতর অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আকাশ ঐ গ্রামের মাঠপাড়ার আব্দুর রশিদের ছেলে এবং স্থানীয় করমদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আকাশের পরিবার সূত্রে জানা গেছে, আবু জিহাদ আকাশ তার বাড়িতে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১২টার দিকে তাকে সাপে কামড়ে দিলে সে চিৎকার করলে পরিবারের লোকজনসহ প্রতিবেশিরা ছুটে আসে। এসময় ওঝার চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেও সুস্থ না হলে তাকে আরও দুই ওঝার কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

সকাল পর্যন্ত দুজন কবিরাজ আকাশকে সুস্থ করার চেষ্টা করে ব্যার্থ হলে আটকানো চন্দ্র বোরা বিষধর সাপসহ আকাশকে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।