গাংনীতে র‌্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

গাংনীতে র‌্যাবের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীতে রাহিব ওরফে রাকিব (৩৫) নামের একজনকে আটক করেছে র‌্যাব। তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩৬ কেজি গাঁজা। বৃহষ্পতিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাংনী র‌্যাব ক্যাম্পের একটি টীম উপজেলার লক্ষীনারায়নপুর ধলা গ্রামে এ অভিযান চালায়।

আটক রাহিব ওরফে রাকিব লক্ষীনারায়নপুর ধলা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে। পুলিশের দাবী সে একজন চিহ্নিত মাদক পাচারকারী। শুক্রবার সকালে তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি এনামুল হক জানান, আটক রাহিব ওরফে রাকিব প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিমান্ত এলাকা থেকে মাদক এনে পাচার করতো। তার কাছে গাঁজা আছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ৩৬ কেজি গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তার বিরুদ্ধে মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।