সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনীতে পর্ণগ্রাফি মামলায় সোহেল রানা (২৯) নামের এক আসবাবপত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) সকালে পুলিশের একটি টীম তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গাংনী থানায় একটি পর্ণগ্রাফি মামলা রয়েছে। সোহেল রানা গাংনীর বাজার পাড়ার ইদ্রীস হোসেনের ছেলে। দুপুরে তাকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গার এক গৃহবধুর সাথে মালামাল কেনাকাটার সময় সোহেল রানার পরিচয় ঘটে। প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে কুপ্রস্তাব ও প্রেমের অভিনয় করতো সোহেল রানা।
এক পর্যায়ে সোহেল রানা ওই গৃহবধুকে একটি বাড়িতে নিয়ে ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে এবং তা মোবাইল ফোনে ধারন করে। সোহেল ও তার বন্ধুরা সেই ভিডিও ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকী দিয়ে স্বর্ণালংকারসহ অন্তত সাড়ে আট লাখ টাকা গ্রহণ করে। পরে আরো টাকা দাবী করলে তা দিতে অপারগতা প্রকাশ করলে ওই ভিডিও গৃহবধুর স্বামীর কাছে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে ভুক্তভোগি গৃহবধু গাংনী থানায় একটি মামলা দায়ের করে। যার নং-২৯। তারিখ ২১/১২/২২ ইং। এ মামলায় পুলিশ সোহেল রানাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।