সবার সংবাদ ডেস্ক:
মেহেরপুরের গাংনী উপজেলার চর গোয়াল গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর আতিয়ার রহমান ও সাহাদুল ইসলামকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ০৫নং মটমুড়া ইউনিয়ান চেয়ারম্যান সোহেল আহমেদ। বুধবার (৮ মার্চ) সকালে ক্ষতিগ্রস্তদের বাসভবন পরিদর্শন কালে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতবাড়ি পরিদর্শন করেছি। আমার ব্যক্তিগত উদ্যোগের তাদের আর্থিক সহযোগিতা করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের সরকারি সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর সাহায্য চাইবো।
ক্ষতিগ্রস্ত আতিয়ার রহমান বলেন, আমি বর্তমানে খোলা আকাশের নিচে সন্তান নিয়ে বসবাস করছি। সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দেয়ার মত অবস্থা আমার নাই। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। সেইসাথে চেয়ারম্যান সোহেল আহমেদ সহযোগিতা করায় তাকে ধন্যবাদ জানান।
উল্লখ্য,গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুন লেগে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায় আতিয়ার রহমানের। আতিয়ার রহমান মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ানের চর গোয়াল গ্রামের পাইকপাড়ার সামসুদ্দিন ওরফে সামুর ছেলে।