গাংনীতে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
অন্যান্য মেহেরপুর

গাংনীতে নিজ ঘর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীর হোগলবাড়িয়া উত্তরপাড়ায় নিজ বাড়ি থেকে আবু বকর (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের একটি টীম আবু বকরের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, লেবু ব্যবসায়ি বিপত্নীক আবু বকর একাই নিজ বাড়িতে বসবাস করতেন। তার বড় ছেলে জিয়াউর রহমান একজন পুলিশ অফিসার। ছোট ছেলে রতন প্রবাসী। প্রতিবেশীদের সাথে সর্বশেষ দেখা হয় গত মঙ্গলবার। তার পর আর কেউ আবু বকরকে দেখেনি। আজ ওই বাড়ি থেকে বিকট গন্ধ ভেসে আসছিল। গন্ধ পেয়ে প্রতিবেশীরা সকলেই গিয়ে দেখতে পান আবু বকরের মরদেহ তার খাটের উপর পড়ে আছে। সেই সাথে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে স্থানীয় কুমারীডাঙ্গা ক্যাম্প পুলিশের এসআই সহিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই সহিবুর রহমান জানান, মরদেহের প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়েছে। আবু বকরের ছেলে-মেয়েদের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।