গাংনীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
টপ নিউজ মেহেরপুর

গাংনীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে তারেকুজ্জামান (১৬) নামের এক রাজমিস্ত্রি আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারেকুজ্জামান গাংনী শহরের উত্তরপাড়ার হয়রত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন ধরে মোটরসাইকেল কিনে নেওয়ার জন্য পরিবারের উপর চাপ দিয়ে আসছিল তারেকুজ্জামান। মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তারেকুজ্জামানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।