গাংনীতে গাঁজা ছিনিয়ে নেয়ার অভিযোগে একজনকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ৩
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

গাংনীতে গাঁজা ছিনিয়ে নেয়ার অভিযোগে একজনকে পিটিয়ে জখম, গ্রেপ্তার ৩

সবার সংবাদ ডেস্ক:

ভারত থেকে পাচারকৃত গাঁজা ছিনিয়ে নেয়ার অভিযোগ তুলে আহম্মদ আলী (৩২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়িরা। মুমূর্ষ অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী রংমহল গ্রামে এ ঘটনা ঘটে।

আহত আহম্মদ আলী কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের চাঁন মহাম্মদের ছেলে। এ ঘটনায় শুক্রবার ভোরে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে-খাসমহল গ্রামের সুন্নত, ইউসুপ ও আশরাফ।

জানা গেছে, রংমহল গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামের মাদক বহনের কাজ করে একই গ্রামের মিন্টু, সুরুজ ও সোহেলসহ আরও কয়েকজন। বুধবার রাতে তারা সীমান্ত এলাকা থেকে ২৪ কেজি গাঁজা নিয়ে ফেরার পথে অজ্ঞাত ব্যক্তিরা ১২ কেজি গাঁজা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহম্মদ আলীকে সন্দেহ করে মাদক ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বিকেলে আহম্মদ আলী বাড়ি থেকে রংমহল গ্রামে যাবার সময় মাদক পাচারকারী মিন্টু, সুরুজ ও কামালসহ ১০/১২ জন আহম্মদ আলীকে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। রডের আঘাতে তার হাত-পা ভেঙ্গে যায়। পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতাল ও পরে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করেন।

তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে জানায় পরিবারের লোকজন। এ ঘটনায় আহম্মেদ আলীর ভাতিজা রুবেল বাদী হয়ে ১০জনের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মাদক ছিনিয়ে নেয়া সন্দেহ করে মারপিটে করে আহত করার ঘটনায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।