গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি
টপ নিউজ মেহেরপুর

গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু ও কাফনের কাপড় রেখে প্রাণনাশের হুমকি

সবার সংবাদ প্রতিবেদক:

মেহেরপুরের গাংনীর গোপালনগর গ্রাম থেকে বোমা সদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরো এবং প্রাণনাশের হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে গাংনী থানা পুলিশ এগুলো উদ্ধার করে থানায় নেয়। স্থানীয় সুত্রে জানা গেছে, সকালে গোপালনগর গ্রামের চায়ের দোকানী আরশাদ আলী প্রথমে এগুলো দেখতে পান। খবর পেয়ে গাংনী থানার এসআই শিমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তা উদ্ধার করে।

স্থানীয়রা জানান, আরশাদ আলীর দোকানের পাশেই রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদি দোকান। হাতে লেখা চিরকুট অনুযায়ী রবিউল ইসলামকে উদ্দেশ্য করে এগুলো রাখা হতে পারে। সাদা কাগজের চিরকুটে লেখা- ‘‘রবিল/মরার জন, তৌরি হয়। বোমা, ও কাপন, পাঠালাম।‘‘ নিচে তিনটি দাগের মধ্যে দুই বার ‘লাল’ ‘লাল’ লেখা রয়েছে। 

এ বিষয়ে রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত করার বিষয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দ্বন্দের জেরে এগুলো রাখা হতে পারে।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পলিশ পাঠিয়ে বোমা সাদৃশ্য বস্তু দুটি পানিতে চুবিয়ে নিষ্ক্রিয় করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।