গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
অন্যান্য

গাংনীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরাধে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১০টার দিকে গাংনী  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম, এ খালেক, গাংনী পৌরসভার আহম্মেদ আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।