গাংনীর অস্ত্রের মুখে জিম্মি করে ঈমামের বাড়িতে ডাকাতি
টপ নিউজ মেহেরপুর

গাংনীর অস্ত্রের মুখে জিম্মি করে ঈমামের বাড়িতে ডাকাতি

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী পৌর এলাকার (১নং ওয়ার্ড) বাঁশবাড়িয়া গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে শরিফুল ইসলাম নামের এক ঈমামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ১৭ হাজার টাকা ও স্বর্ণাঙ্কারসহ আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল ।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার মৃত ইয়াকুব আলীর ছেলে ও স্থানীয় একটি মসজিদের ঈমাম শরিফুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। শরিফুল ঈমামতির পাশাপাশি গ্রামেই আড়ৎ দিয়ে ভূষিমালের ব্যবসা করে আসছিলেন।

শরিফুল ইসলামের স্ত্রীর জান্নাতন নেছা জানান,আমার ৩ বছর বয়সী শিশু পুত্র তাহমিদকে টয়লেট করানাের জন্য ঘরের দরজা খুলে বাইরে নিয়ে যাচ্ছিলাম। এসময় ৪-৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে ও আমার শিশু পুত্রকে রাম দা গলায় ঠেকিয়ে রাখে।

আমি আত্মচিৎকার দিতে গেলে, ডাকাতরা জবাই করে হত্যা করা হবে বলে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে ঘরের গচ্ছিত মালামাল রাখার বাকসের চাবি খুঁজে পায় তারা। এসময় বাকসে রাখা নগদ ১৭ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের দুল, ১ জোড়া স্বর্ণের বালা, ৪টি স্বর্ণের আংটি ও ২টি স্বর্ণের চেইন লুট করে নিয়ে চলে যায়। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, ঘটনার সময় গ্রামের লোকজন দক্ষিণপাড়ায় ওয়াজ মাহফিলে ছিলেন। মাইকের শব্দে আশে পাশের লোকজন ডাকাতির বিষয়টি আঁচ করতে পারেননি।  এভাবে ডাকাতির ঘটনায় হতবাক গ্রামবাসী।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। ইতিমধ্যেই ডাকাতির সাথে যারা জড়িত তাদের আটক ও মালামাল উদ্ধারে অভিযান চলছে।