গাংনী সীমান্তে ফেন্সিডিল ও হেরোইনসহ তিনজন গ্রেফতার
টপ নিউজ আইন-আদালত মেহেরপুর

গাংনী সীমান্তে ফেন্সিডিল ও হেরোইনসহ তিনজন গ্রেফতার

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী সীমান্তে ফেন্সিডিল ও হেরোইন সহ তিন জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ডাক্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের রামদেবপুর গ্রামের মোঃ হামিদ মোল্লার ছেলে রনি (২৪) একই গ্রামের মোঃ আসাদুল ইসলাম মোল্লার ছেলে মোঃ মোত্তাকিম (১৯) ও মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ আরিফ আলী (২১)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তেঁতুলবাড়ীয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তে পিলার ১৩৯ হতে ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডাক্তারের মোড় নামক স্থানে হাবিলদার মোঃ আজাদ মোল্লার নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ভারতীয় ৫ গ্রাম হোরোইন, ২ বোতল ফেন্সিডিল, ২টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা। আসামীদেরকে বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক উদ্ধারকৃত মালামাল সহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।