গাংনী পৌর আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাপুর ইন্তেকাল
অন্যান্য মেহেরপুর

গাংনী পৌর আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাপুর ইন্তেকাল

সবার সংবাদ ডেস্ক:

মেহেরপুরের গাংনী পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ ওমর আলী তাপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাপু গাংনী র‌্যাব ক্যাম্পপাড়ার বাসিন্দা ও সাবেক কনস্টেবল মৃত আফজাল হোসেনের ছোট ছেলে। শনিবার (৮ জুলাই) সকাল ৭ টার দিকে লিভার সমস্যা জনিত রোগে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন তিনি।

তাপু রাজনীতির পাশাপাশি একটি ওষধ  কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত ছিলেন। শনিবার বাদ যোহর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে তাপুর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে তাপুর মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।