সবার সংবাদ ডেস্ক:
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক এই আমার দেশকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে সবার সংবাদ অফিস মিলনায়তনে সিনিয়র সাংবাদিক মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন দৈনিক এই আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলী কদর পলাশ। আলোচক হিসেবে বক্তব্য রাখেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক তানভীর হাসান জিসান হাই, নির্বাহী সম্পাদক তুহিন আরন্য।
এসময় দৈনিক এই আমার দেশ পত্রিকাটি মেহেরপুর জেলা ব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষে মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন ও এখন টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ আল মুন্নার নেতৃেত্ব জেলার একঝাঁক সাংবাদিক কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনীর সিনিয়র সাংবাদিক আল আমিন, মুজিবনগরের সিনিয়র সাংবাদিক শেখ শফি, মেহেরপুর নিউজের স্টাফ রিপোর্টার মেহেরাব হোসেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আল রাফি, দৈনিক সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি মিজানুর রহমান অপু, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি হাজি সাইফুল ইসলাম, সাংবাদিক সোহাগ, সিরাজুদ্দোজা পাভেল, হিরোক খান, সাকিব হাসান রুদ্র প্রমুখ। আলোচনা সভায় জেলার সমস্যা, সম্ভাবনা ও অসংগতি নিয়ে কাজ করবেন দৈনিক এই আমার দেশ পত্রিকা এই অঙ্গিকার ব্যক্ত করেন বক্তরা।