ডিশ বাবুর কর্মকান্ড ঠেকাতে ব্যর্থ না.গঞ্জ প্রশাসন
টপ নিউজ উদোক্তা

ডিশ বাবুর কর্মকান্ড ঠেকাতে ব্যর্থ না.গঞ্জ প্রশাসন


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ডিস ব্যাবসায়ী আব্দুল করিম বাবু ওরফে ডিশ বাবু। শহরে বিভিন্ন এলাকায় রয়েছে তার একাধিক সন্ত্রাসী বাহিনী। বিভিন্ন এলাকায় নিজের এসকল পোষ্য সন্ত্রাসীদের দিয়ে ডিশ ব্যাবসা নিয়ন্ত্রণ করেন তিনি। নারায়ণগঞ্জের ডিশ ব্যাবসায়ের সেক্টরে নিজের পেশী শক্তির মাধ্যমে একচ্ছত্র আধিপত্য কয়েম করেছেন বাবু। দিন দিন বাবুর বেপরোয়া হয়ে ওঠার পেছনে স্থানীয় পুলিশ প্রশাসনের ব্যার্থতাকেও দুষছেন অনেকে।
এর আগে গত ১০ মার্চ স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সাথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র এবং নবনির্বাচিত কাউন্সিলরদের সাথে সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অস্ত্র সহ উপস্থিত হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। বাবুর অস্ত্র নিয়ে নগর ভবনে উপস্থিত হওয়ায় সেদিন স্থানীয় পুলিশ প্রশাসনকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েতে হয়েছিল।
এর আগেও একাধিকবার অস্ত্র বহন করার কারনে তাকে বিভিন্ন অনুষ্ঠানে প্রবেশ করতে দেয়া হয়নি। নারায়ণগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসীর বেশ কয়েকটি মামলা রয়েছে। ২০১৯ সালে বন্দরের এক ডিশ ব্যাবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগে জেলেও গিয়েছিলেন বাবু। সেসময় কিছুটা ব্যাকফুটে থাকলেও সময়ের সাথে সাথে আরও ভয়ংকর রুপ ধারণ করছেন এই কাউন্সিলর।
জানা যায় স্থানীয় এক এমপির আশীর্বাদপুষ্ট হওয়ায় প্রতিবার পার পেয়ে যান এই কাউন্সিলর। সর্বশেষ গত সোমবার শহরের আমলাপাড়া এলাকায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ব্যাপক মহড়া চালায় ডিস বাবুর সন্ত্রাসীরা। এসময় এলাকার সকল ডিস এবং ওয়াই-ফাইয়ের তার কেটে দেয় তারা। এসময় তাদের বাধা দিতে গেলে জহির নামের স্থানীয় এক যুবককে ব্যাপক মারধর করে আহত করে তারা।
এঘটনায় বর্তমানে নারায়ণগঞ্জ শহরের স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন এলাকায় ডিস ও ওয়াই-ফাই ব্যাবসায়ীদের মাঝে চাপা আতংক বিরাজ করছে। এদিকে ডিস বাবুর এমন বিতর্কিত কর্মকাণ্ডের ফলে বাবুর বিরুদ্ধে অজ্ঞাত কারণ নিরব নারায়ণগঞ্জের পুলিশ প্রশাসন।