দেশের আভ্যন্তরিণ বিষয়ে রাস্ট্রদূতদের নাক গলানো যাবে না- কৃষিমন্ত্রী
টপ নিউজ জাতীয় কৃষি মেহেরপুর

দেশের আভ্যন্তরিণ বিষয়ে রাস্ট্রদূতদের নাক গলানো যাবে না- কৃষিমন্ত্রী

সবার সংবাদ ডেস্ক :

কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক বলেছেন- সার, জ্বালানী তৈল ও আমদানী খাতে সরকারকে প্রচুর পরিমানের ডলার র্ভতুকী দেয়া লাগছে। ফলে দেশে ডলার সঙ্কট আছে সত্যি। তারপরও দেশে খাদ্য সঙ্কট হবে না। খাদ্য মজুদ রয়েছে পর্যাপ্ত। আমন ধানের সরকারী দর নিয়ে কৃষকের অসন্তুষ্টি এবং ধানে লোকসান বিষয়ে মন্ত্রী বলেন- আমনে কৃষকের উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে আমন ধানে কৃষকের এবার লোকসান হবে না।

মন্ত্রী আজ বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন- সংবিধানের আর্টিকেল ১২৬ এ সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিস্ট কর্মকর্তারা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। বিএনপি এর আগেও নির্বাচন বন্ধ করা নিয়ে অনেক সহিংসা করেছে। এবারও সেই সহিংসতার পথ বেছে নিলে, তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। বিএনপিকে নির্বাচনে আসতেই হবে।

দেশের নির্বাচন নিয়ে বিদেশী রাষ্ট্রদূতদের আচরণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন- বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোন রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদেরকে আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাস্ট্র। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদেশকে স্বাধীন করেছি। ফলে কারো কাছে পদানত হওয়ার প্রশ্নই আসে না। দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না। এই সময় মেহেরপুর-১ আসনের এমপি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সহ কৃষি মন্ত্রণালয়ের সচিব, মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম সহ কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সন্মুখে কৃষি উদ্বাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের এই উদ্বোধনের মধ্য দিয়ে মেহেরপুর জেলার আবহাওয়া তথ্য জানতে আর চুয়াডাঙ্গা জেলা আবহাওয়া অফিসের মুখাপ্রেক্ষি হতে হবে না।